ঢাকা ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের মুজিবনগরে ২ বোতল ফেন্সিডিলসহ আজিবর রহমান (৩১) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে একই উপজেলার দারিয়াপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আজিবর রহমান দারিয়াপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে মাদক নিয়ে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২বোতল ফেন্সিডিলসহ সহ আজিবার রহমানকে আটক করে।
আটককৃত আজিবর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা প্রক্রিয়াধীন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক