ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২
বরগুনা পাথরঘাটায় অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আরো ২টি দোকান ক্ষতিগস্থ্য হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে পাথরঘাটা পৌরশহরের শেখ রাসেল স্কয়ারের পশ্চিম পাশে সদর ইউনিয়ন পরিষদের সামনে এঘটনা ঘটে। আগুনে পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতিগ্রস্থ্য হয়েছে বলে জানান ব্যাবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল ড্রাইভার মাহাবুব জানান, সকালে পাথরঘাটা বাজারের পশ্চিম মাথার স্টান্ডে এসে দেখি একটি মোবাইলের দোকান থেকে ধুমা বের হচ্ছে। এর কিছুক্ষন পরেই ওই দোকান থেকে আগুন বের হতে দেখে ডাক-চিৎকার দেই এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আসার আগুন ছরিয়ে পরে। এসময় একটি কসমেটিকসের দোকান থেকে মালামাল কিছুটা নামানো সম্বব হলেও কিছুক্ষনের ভিতর আগুন ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষনে ওই দোকানগুলোর সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়। মক্কা টেলিকমের মালিক শওকতুল আলম জানান, শুক্রবার রাতে প্রতিদিনের মতো দোকান ঘর বন্দ করে বাড়িতে যাই। সকালে মুঠোফোনের মাধ্যমে জানতে পারি আমার দোকানে আগুন লেগেছে। আমার সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই রক্ষা করতে পারিনাই। আমি নিশ্ব হয়ে গেছি।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, আমরা খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে স্থানীয়নের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয়েছি। প্রাথমিক ভাবে ধারনা করছি মোবাইলের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনি বলা যাচ্ছে না।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক