ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২২
জিহাদুল ইসলাম, কালিয়া প্রতিনিধি: নড়াইলের কালিয়া পৌর এলাকার সীতারাম পুর উত্তর পাড়া গ্রামের বীনা খাতুন (১১) নামে এক চতুর্থ শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ জহুরুল ইসলাম।
মঙ্গলবার (২২মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টায় সরেজমিনে গিয়ে বীনাকে বাল্যবিবাহের কবল থেকে রক্ষা করেন তিনি। বিনা খাতুন ওই গ্রামের নুর ইসলাম শেখের মেয়ে ও স্থাণীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ।
এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ জহুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে উভয়পক্ষকে বাল্যবিবাহ আয়োজনের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ধারায় দোষী সাব্যস্ত করে ৫হাজার টাকা জরিমানা করেন এবং কন্যা প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার অঙ্গীকার করিয়ে উভয়পক্ষকে মুক্তি দেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক