ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২২
নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বরিশালে করোনা শনাক্তের হার শূন্যের কোটায় নেমেছে। অপরদিকে মেডিকেলের করোনা ওয়ার্ডে কমেছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা।
বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন একজন রোগী।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল একজন রোগী। বিগত ২৪ ঘণ্টায় একজন রোগী চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে একজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। আজ সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল একজন রোগী।
এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ গত মঙ্গলবার রাতে ৩৭ জনের নমুনা পরীক্ষায় কারোর করোনা শনাক্ত হয়নি। শনাক্তের হার শূন্য ভাগ।
২০২০ সালের ১৭ মার্চের পর থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ৭ হাজার ৬৭২ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে বলে পরিচালক কার্যালয় থেকে জানা গেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক