ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ ব্রাহ্মণবাড়িয়ায় ‘নাপা সিরাপ’ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে শিশুর মা লিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।
জেলা পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে সেই দুই শিশুকে হত্যা করা হয়। এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
গত ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একই পরিবারের দুই শিশুর অপমৃত্যুর ঘটনা ঘটে। পরিবার থেকে দাবি করা হয়, নাপা সিরাপ খেয়ে মারা গেছে তারা। তবে নাপা সিরাপ পরীক্ষা করে তার মধ্যে কোনো ক্ষতিকর উপাদান পায়নি ঔষধ প্রশাসন অধিদফতর।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক