ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডনের রামসগেট সিটি মেয়র ও ভান্ডারিয়ার পুত্রবধূ ব্যারিস্টার রৌশন আরা রহমান দোলনকে সংবর্ধনা দিয়েছে ভান্ডারিয়াবাসী।
শনিবার দুপুরে ভান্ডারিয়া সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আইনজীবী মো. শহিদুল হক পান্নার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার রৌশন আরা রহমানের স্বামী রেজাউর রহমান জামান, উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, ওয়ার্ড কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার।
পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। রৌশন আরা দোলন প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও নগদ অর্থ প্রদান করেন।
ব্যারিস্টার রৌশন আরা রহমানের জন্ম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা কাশিমপুর কাঁঠাল বাগান গ্রামে। তার বাবার নাম রজ্জব আলী। ১৯৬৭ সালে ১৩ বছর বয়সে তালেবপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েন। সে সময়ে প্রকৌশলী বাবার হাত ধরে যুক্তরাজ্যে পাড়ি জমান মেয়র ব্যারিস্টার রৌশন আরা রহমান।
বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে রৌশন আরা রহমান যুক্তরাজ্যে হোটেল ব্যবসা শুরু করেন এবং লেবার পার্টির রাজনীতিতে যোগ দেন। এরপর রামসগেট শহরের কমিশনার নির্বাচিত হন।
২০১৭ সালে লেবার পার্টির ব্যানারে পার্লামেন্ট নির্বাচন করেন। সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও ২০১৯ সালের ১৪ মে যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র নির্বাচিত হন তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক