ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২২
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুরে শহীদ আব্দুর রব সেরেনিয়াবাত স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
রবিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
৫ নং শোলক ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হালিম সরদারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক বালির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য তালুকদার মো.ইউনুস।
এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.গিয়াস উদ্দিন বেপারী, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুখেন্দ্র শেখর বৈদ্য, উজিরপুর মডেল থানার তদন্ত ওসি মমিন উদ্দিন, বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কাংশী ওয়ারিয়র্স বনাম ইলেভেন স্টার মধ্যে। এতে আম্পায়ারের দায়িত্ব পালন করেন রাজিব মজুমদার ও সাখাওয়াত। খেলায় কাংশী ওয়ারিয়ার্স আগে ব্যাট করে ২০ ওভারে ২৭৬ রান করে। জবাবে ইলেভেন স্টার ২৫০ রানে ২০ ওভার শেষ হয়ে যায় । ২৬ রানে হারিয়ে কাংশী ওয়ারিয়র্স চ্রম্পিয়ান হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক