চরমোনাই থেকে ফেরার পথে মোটরসাইকেল ধাক্কায় মুসল্লি নিহত

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২

চরমোনাই থেকে ফেরার পথে মোটরসাইকেল ধাক্কায় মুসল্লি নিহত
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় রুস্তম আলী (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

 

এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. মিরাজসহ এক আরোহী। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাসড়কের রহমতপুর পেট্টোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী রংপুরের তাহেরগঞ্জ এলাকার বাসিন্দা।

 

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেস চন্দ্র হালদার স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, চরমোনাই বাৎসরিক মাহফিলে আখেরি মোনাজাত শেষে দুপুরে বাসে করে রংপুরের উদ্দেশে রওনা দেন মুসল্লিরা। তাদের বাস রহমতপুর পেট্টোল পাম্পে পৌঁছালে নাস্তা করার জন্য তারা হোটেলের উদ্দেশে রওনা হন। এ সময় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল রুস্তম আলীকে ধাক্কা দেয়। এতে তার একটি পা ভেঙে যায় এবং মাথায় আঘাত পান। এছাড়া মোটরসাইকেলচালক মিরাজসহ এক আরোহী আহত হন।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুস্তম আলীর মৃত্যু হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ