ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বিয়ে ঠিক হয়েছে শুনে প্রেমিকাকে হত্যা করে আত্মহত্যা করলেন এক কিশোর।চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়া পাড়ায় রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন এ তথ্য জানিয়েছেন।
জয় বড়ুয়া ওই পাড়ার নীরেন্দ্র বড়ুয়ার ছেলে। হত্যাকাণ্ডের শিকার অন্বেষা চৌধুরী একই এলাকার রঞ্জিত চৌধুরীর মেয়ে।
ওসি হারুন বলেন, ‘নিহত অন্বেষা এবং হত্যাকারী কিশোর দুজনই এবার এসএসসি পাস করেছে। দুবছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছিল। এর মধ্যে ১০ মার্চ অন্বেষার বিয়ে ঠিক করে পরিবার। বিষয়টি জানতে পেরে রোববার মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে নেয় জয়। এর পর রাত ৯টার দিকে চাচার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এর পর মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরিকাঘাত করা হয়। পরে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কিশোর। ঘটনাটির ধরন দেখে এটাই মনে হচ্ছে আপাতত। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’
রাত সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলে ছিল বলে জানান ওসি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক