বড়াকোঠার সন্তান জালিশের পি এইচ ডি অর্জন

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২

বড়াকোঠার সন্তান জালিশের পি এইচ ডি অর্জন
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের পি এইচ ডি ডিগ্রি অর্জন করেছে জালিশ মাহমুদ রিয়াদ।

 

গত ২৫ ফেব্রুয়ারী মাইক্রোবায়োলজি তে সন্মানজনক পি এইচ ডি ডিগ্রি অর্জন করেন তিনি।

 

জালিশ মাহমুদ রিয়াদ বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পিতা মোঃ আলাউদ্দীন একজন (আবঃ) বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা, মাতা ফাতিমা জাহান বিউটি।

 

এ বিষয়ে জালিশ মাহমুদের পরিবার জানান, আমাদের পরিবারের ছোট ছেলে জালিশ দীর্ঘ সাড়ে চার বছরের অক্লান্ত সাধনার পর এই ডিগ্রি অর্জন করেছে। সকলে তার জন্য দু’য়া করবেন যাতে তার এই অর্জন মানুষের কল্যানে কাজে লাগাতে পারে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ