মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ৭ দোকান ও ৩ টি বসতঘর ভস্মীভূত

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ৭ দোকান ও ৩ টি বসতঘর ভস্মীভূত
নিউজটি শেয়ার করুন

 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের সদর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান ও ৩ টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় পাঁচ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

 

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রনে আনে।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে শহরের সদর রোডে একটি হোটেল দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় মেসার্স বাবুল লইব্রেরী, মদিনা রেস্টুরেন্ট, ফল ভান্ডার, অশোক স্টুডিও এন্ড ইলেকট্রনিক, লক্ষী নারায়ণ জুয়েলার্স, মুক্তা স্টুডিও ও জুয়েলারীসহ প্রায় ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

 

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে মঠবাড়িয়া, ভাণ্ডাড়িয়া, পিরোজপুর, বামনা উপজেলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস কর্মীদের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে পুড়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩টি বসত ঘরসহ প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

 

মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল আহম্মেদ জানান, একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে সোয়া কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিরুপন করা হয়েছে।

 

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতা করেছে পুলিশ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ