ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট বৃদ্ধির মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৯ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪২ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৫৬ জন এবং মৃত্যুর সংখ্যা ৫৯ লাখ চার হাজার ৭২৩ জনে পৌঁছেছে।
আমেরিকায় এখন পর্যন্ত করোনায় মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৩৮৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ২৮ লাখ ৫১ হাজার ৯২৯ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১২ হাজার ৩৪৪ জন।
এদিকে ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৬৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৪৫ হাজার ৬৬৫ জনের।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক