ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২
পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. নাঈম বেপারী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহটি নিজ বাড়ি সংলগ্ন জঙ্গলে পাওয়া যায়।
নাঈম উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের মো. রুহুল আমীন বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে স্থানীয় কয়েকজন ওই পথ দিয়ে যাওয়ার সময় মাঠের পাশের জঙ্গলে মরদেহটি দেখতে পান। পরে ওই যুবকের মা এসে মরদেহটি শনাক্ত করেন।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক