ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
বরিশালের আগৈলঝাড়ায় সোমবার রাতে অগ্নিকান্ডে দুটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। উপজেলা চেয়ারম্যান, ইউএনও, পিআইও ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম জানান, সোমবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রাম এলাকায় নিজেদের বাড়ির সামনে পুলিন রায়ের ছেলে সমীরণ রায় ও মিহির রায় এর দুটি মুদি দোকানে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর আগেই তাদের দুটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আগুনে দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় ওই দুই ব্যবসায়ীর প্রায় পাঁচ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মিলটন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক