ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২
লোকমান হোসেন, নলছিটিঃ দক্ষিণ এশিয়ার সর্ব বৃহত্তম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নলছিটি উপজেলা শাখার ৭০ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার (৯ ফেব্রুয়ারি)ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম আল আমিন এ কমিটি অনুমোদন দেন।
কমিটিতে ৯ জনকে সহ-সভাপতি, পাঁচজনকে যুগ্ম-সম্পাদক ও পাঁচজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়াও ৪০ জনকে অন্যান্য পদে নিযুক্ত করা হয়। সদস্য রাখা হয়েছে ১০ জনকে।
এ বিষয়ে নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার বলেন, সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজনৈতিক অভিভাবক আমির হোসেন আমুর নির্দেশনায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলে ত্যাগী ও নিবেদিত প্রান কর্মিদের এ কমিটিতে আনা হয়েছে ।
পদ পাওয়া নেতাকর্মীরা জানান, সভাপতি অনিক রহমানের দক্ষতায় এবং বিচক্ষণতায় গত দুই কমিটি পর উপজেলায় এক ঝাক মুজিবাদর্শের সৈনিক নিয়ে ছাত্রলীগের কোনো পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পেলো।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক