ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২
বহুদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা। ছিল দীর্ঘ অপেক্ষা। অবশেষে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের
বলিউড বাদশার কন্যা খুব শিগগিরই ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বলে গুঞ্জন ছিল। পড়াশোনা শেষ করেই শুটিং শুরু করবেন তিনি। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
পরিচালক জোয়া আখতারের পরবর্তী সিনেমায় দেখা যাবে সুহানাকে। এই ছবিতে তার মতো ডেবিউ করছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা।
জোয়ার আগামী সিনেমা ‘আর্চি কমিকস’ অবলম্বনে তৈরি হচ্ছে। গত বছর নভেম্বরেই এই সিনেমার কথা জানিয়েছিলেন তিনি। তবে এতে কারা অভিনয় করছেন তা নিয়ে মুখ খোলেননি।
একসঙ্গে একাধিক স্টার-কিড তার সিনেমার হাত ধরে ডেবিউ করছেন, এটা সম্ভবত সারপ্রাইজ দিতে চেয়েছেন জোয়া। তাই কাউকেই এখনও অভিনেতাদের বিষয়ে বিশেষ কিছু জানাননি।
সিনেমায় পা না রাখলেও নেট দুনিয়ায় ইতোমধ্যেই জনপ্রিয়তা কুড়িয়েছেন সুহানা। অনেকের কাছেই তিনি এখনই ‘স্টাইল আইকন।’
২০১৮ সালে এক ম্যাগাজিনের হাত ধরে ফ্যাশন দুনিয়ায় পা রেখেছিলেন সুহানা। সেই সঙ্গে মুম্বাইয়ে একাধিক নাটক ও স্বল্পদৈর্ঘ্যর কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক