ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২
নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনের সময় ঝালকাঠির পেট্রোলপাম্প মোড় এলাকায় কুয়াকাটা থেকে বেনাপোলগামী দু’টি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬ মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বাস দু’টির চালক ও স্টাফসহ ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান ও জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ জানায়, নভেম্বর থেকে জুন এই ৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং কেনা বেচার ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর মহিপুর বন্দরের মৎস্য আড়ৎ থেকে ডলফিন এবং সেভেন স্টার পরিবহনের দুটি যাত্রিবাহী বাসে জাটকা ইলিশ নিয়ে যশোরের বেনাপোল যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত শহরের পেট্রোলপাম্প মোড়ে তল্লাশি চালিয়ে বাস দুটি থেকে জাটকা জব্দ করেন। বাসের চালক ও স্টাফসহ ৬ জনকে জরিমানা করা হয়।
জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা এবং সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, এ অভিযান জুন মাস পর্যন্ত চলবে। নিষেধাজ্ঞা না মানলে জেল-জরিমানা করা হবে বলেও জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক