ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২
রোগী নামিয়ে দিয়ে গন্তব্যে ফেরার পথে চরফ্যাশন-ভোলা আঞ্চলিক মহাসড়কের খাদে পড়ে যায় একটি এ্যাম্বুলেন্স।
শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে চরফ্যাশন উপজেলার আলিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এ্যাম্বুলেন্স ড্রাইভার আব্দুল (২৫) শহিদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চরফ্যাশন থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার এ্যাম্বুলেন্সটি শুক্রবার বিকেলে চরফ্যাশন থেকে একজন রোগী নিয়ে ভোলায় যায়। রোগী নামিয়ে দিয়ে চরফ্যাশন ফেরার পথে ভোর ৪ টার দিকে চরফ্যাশন উপজেলার আলিয়া মাদ্রাসা এলাকায় মহাসড়কের উপর নির্মাণাধীন একটি কার্ল ভাটের খাদের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এ্যাম্বুলেন্সটি। পরে স্থানীয়রা আহত ড্রাইভারকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে দুর্ঘটনার শিকার এ্যাম্বুলেন্সটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শোভন কুমার বশাক জানান, আহত ড্রাইভার আব্দুল শহীদের মাথায় ও হাত পায়ে গুরুতর জখম হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক