ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাথাবিহীন নবজাতক প্রসব হওয়ার খবর পাওয়া গেছে। ওই মৃত নবজাতকের বাবার নাম রাজু মোল্লা। তার গ্রামের বাড়ি ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুরা ইউনিয়নে।
মৃত নবজাতকের মা হাওয়া বেগম জানান, এই নবজাতক তাদের দ্বিতীয় সন্তান। প্রচণ্ড প্রসব বেদনা নিয়ে বরিশাল ইসলামিয়া ক্লিনিকে ডা: ফরিদা বেগমের কাছে গেলে সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর সন্তানের খারাপ অবস্থা জেনে তারা চলে আসেন এবং ভাণ্ডারিয়া লাইফ কেয়ার হাসপাতালে গত ১ ফেব্রুয়ারি ভর্তি হন। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মাথাবিহীন মৃত নবজাতকের জন্ম হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক রেসিডেন্ট সার্জন ডা: কামরুজ্জামান ওই রোগীর অপারেশন করেন বলে জানিয়েছেন লাইফ কেয়ার হসপিটালের মালিক প্রিন্স মৃধা। তিনি বলেন, মৃত নবজাতকের মা এখন সুস্থ আছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক