ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২
বরগুনার পাথরঘাটায় ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই সন্তানের জন্ম হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা-ছেলেকে সমাজসেবা অধিদপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হবে।
তবে সদ্য ভূমিষ্ঠ শিশুটির পিতৃপরিচয় পাওয়া যায়নি। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশুটির পাশে কোনো স্বজনও নেই।
এদিকে, পুত্র সন্তান জন্ম দেয়া মানসিক ভারসাম্যহীন ওই নারী হাসপাতালেরই পঞ্চম তলায় হাত-পা বাঁধা অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা রেড ক্রিসেন্টের সদস্যরা জানান, মঙ্গলবার প্রসব ব্যাথায় কাতরাতে দেখে প্রথমে তারা ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে আসেন।
শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘মা ও ছেলে দুজনই প্রাথমিক ধকল কাটিয়ে উঠেছেন। সুস্থ হওয়ার পর তাদেরকে সমাজ সেবা অধিদপ্তরে পাঠানো হবে।’
এদিকে, হাসপাতালে প্রায়ই শিশু চুরির ঘটনা ঘটে। তাই নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে আপাতত রেড ক্রিসেন্টের সদস্যরাই নবজাতকটির দেখভাল করছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক