পিরোজপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

পিরোজপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম
নিউজটি শেয়ার করুন

 

জমি নিয়ে বিরোধের জের ধরে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামে সেলিম হাওলাদার (৫০) নামে এক কলেজশিক্ষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

 

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।আহত সেলিম নাজিরপুর উপজেলার বেঠাকাটা ডিগ্রি কলেজের অধ্যাপক। তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সেলিমের ধান খেতের আইল কেটে জমি দখল করে চাষাবাদ করছিলেন তার চাচাতো ভাই গিয়াস উদ্দিন হাওলাদার। সেলিম এতে বাধা দিলে গিয়াস লোকজন নিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ