বরগুনায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১২

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

বরগুনায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১২ জন যাত্রী আহত হয়েছেন।

 

রোববার (২৩ জানুয়ারি) সকাল ৬টার দিকে বরগুনা সদর উপজেলার ৩ নং ইউনিয়নের গলাচিপা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বরগুনা ফায়ার সার্ভিস সূত্র।

 

স্থানীয়রা জানান, সোনার তরী নামের ওই বাসটি শনিবার সন্ধ্যায় ১৫ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে আসে। পথিমধ্যে গলাচিপা বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে উল্টে পড়ে যায়। এতে ১২ জন যাত্রী আহত হয়েছেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ