বিভিন্ন দাবীতে বানারীপাড়ায় ভূমি কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণ

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২

বিভিন্ন দাবীতে বানারীপাড়ায় ভূমি কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণ
নিউজটি শেয়ার করুন

 

বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় ৮টি ইউনিয়নের ইউনিয়ন সহকারী ও উপ-সহাকারী ভুমি কর্মকর্তারা পদোন্নতিসহ বিভিন্ন দাবীতে কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

 

সোমবার (১৭ জানুয়ারী) সকাল ১০ টায় তারা প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের ওপরে স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক জি.ও জারির তারিখ থেকে বেতন ভাতা পরিশোধ ও তাদের নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতির দাবীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালণ করা হয়।

 

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির বরিশাল জেলা শাখার ব্যনারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এইচ এম মোরশেদ রিয়াজ, মো. বাদশা মিয়া, বিমল চন্দ্র, দিলরুবা খানম, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান, মো. কামরুল হাসান, রাবেয়া খানম, আসমা আক্তার ও নারায়ন মজুমদার।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ