বরগুনায় পুনর্নির্বাচনে জালভোট দিতে এসে আটক ২

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১

বরগুনায় পুনর্নির্বাচনে জালভোট দিতে এসে আটক ২
নিউজটি শেয়ার করুন

 

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচনে জালভোট দিতে এসে পুলিশের হাতে দুজন আটক হয়েছেন।

 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভোটগ্রহণের সময় এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

 

আটক সজীব (২২) পরীরখাল এলাকার আবদুল জলিল মৃধার ছেলে। আটক অন্যজন অপ্রাপ্তবয়স্ক বলে জানা গেছে।

 

পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন বলেন, ভোটার না হয়েও ভোট দিতে আসায় ওই কিশোর এবং যুবককে আটক করা হয়েছে। আপাতত দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ