ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে আমরণ অনশণ কর্মসূচি পালন করছেন বরিশাল জেলা ছাত্রদল নেতৃবৃন্দ।
বুধবার (২৪ নভেম্বর) দলীয় কার্যলয়ের সামনে সকাল থেকে এই আমরণ অনশণ কর্মসূচি পালন করছেন তারা।
আমরণ অনশণ কর্মসূচিতে অংশ গ্রহন করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সবুজ আকন, লেলিন খান মোর্সেদ, সায়মন আহমেদ কালু, যুগ্ম সম্পাদক তাজিল রাব্বি, ছাত্র নেতা রেদোয়ান ইসলাম সজল, উজিরপুর ছাত্রদল আহবায়ক মাসুম শেখ, যুগ্ম আহবায়ক নাঈম সিকদার, হিজলা সরকারী কলেজ আহবায়ক গাজি সাইদুল ইসলাম।
জেলা ছাত্রদলের আমরণ অনশণ কর্মসূচি পালন অনুষ্ঠানে সার্বক্ষনিক পাশে থেকে সহযোগীতা করছেন বরিশাল উত্তর জেলা যুবদল যুগ্ম আহবায় সাইফুল ইসলাম সুজন।
অনশণরত ছাত্রদল নেতারা বলেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তারা আমরণ অনশণ কর্মসূচি চালিয়ে যাবেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক