ঢাকা ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি করোনার কিছু উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করাতে দেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ বিষয়ে জানতে টেলিফোনে যোগাযোগ করা হলে বাহাউদ্দিন নাছিম তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন।
বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান। শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, “এখনও তেমন বড় কোনো সমস্যা হচ্ছে না। হাসপাতালে ডাক্তারদের চিকিৎসা নিচ্ছি।”
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক করোনাভাইরাসের প্রকোপের শুরু থেকেই দলীয় নানা কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক