ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২১
ফরিদপুরের ভাঙ্গায় শিশুদের চুলে ফুটবল কাটিং দিয়ে ইউপি নির্বাচনী প্রচারণায় নামানোর অভিযোগ উঠেছে এক মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
মেম্বার প্রার্থীর নাম বুলবুল আহম্মদ। তিনি উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে ফুটবল প্রতীকে নির্বাচন করছেন।
জানা গেছে, ওই ওয়ার্ডে ফুটবল প্রতীকের প্রার্থী বুলবুল আহম্মদসহ মোট তিনজন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুলবুল আহম্মদের ফুটবল প্রতীকের কর্মী-সমর্থকরা বিভিন্নভাবে প্রচারণার পাশাপাশি মাথায় ফুটবল প্রতীক অঙ্কন করে চুলের কাটিং করেছেন। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুদের ক্ষেত্রে এটা বেশি লক্ষ্য করা গেছে।
শুক্রবার ওই ওয়ার্ডের হাজরাকান্দা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশের একাধিক ছোট ছোট ছেলেদের এভাবে চুলের কাটিং দিতে দেখা যায়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ এলাকার অনেক অভিভাবক।
তবে ফুটবল প্রতীকের প্রার্থী বুলবুল আহম্মদ আনন্দ প্রকাশ করে বলেন, আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত। বিগত দিনে যারা এ ওয়ার্ডে জনপ্রতিনিধি ছিলেন তারা কোনো উন্নয়নমূলক কাজ করেননি। এজন্য আমি প্রার্থী হয়েছি। আমার কর্মী-সমর্থকরা আমাকে ভালোবেসে আমার প্রতীক ফুটবল অঙ্কন করে চুলের কাটিং দিয়েছে, এটা আমি জেনেছি ও দেখেছি। এ রকম সাধারণত দেখা যায় না। বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। এ বিষয়ে আমি খুবই খুশি ও আনন্দিত।
ভাঙ্গা থানার ওসি মো. সেলিম রেজা বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। কিছু করারও নেই। নির্বাচনী আচরণবিধি দেখার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার।
রিটার্নিং কর্মকর্তা দেবলা চক্রবর্তী বলেন, যদি কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসে তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দিন বলেন, জীবন্ত প্রাণী নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা নিষিদ্ধ। এখন কেউ যদি স্ব-প্রণোদিত হয়ে মাথার চুল প্রতীক অনুযায়ী কাটে সেক্ষেত্রে কিছু করার নেই। তবে জোর বা বলপূর্বক এ জাতীয় কিছু করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক