ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১
বিএরপির চেরয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বরিশালে অনশন কর্মসূচী পালন করেছে মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১০ টায় নগরের সদর রোডে বরিশাল জেলা ও নগর বিএনপির কার্যালয়ের সামনে অনশন কর্মসূচী পালন করে তারা।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, দক্ষিণ জেলা সভাপতি মজিবর রহমান নান্টু, জেলা সদস্য সচিব আক্তার হোসেন মেবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আবুল হোসেন খান, মহনগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি বরিশাল বিভাগের টিম লিডার মোনায়েম মুন্না, কেন্দ্রয় সহ সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও দক্ষিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, মহানগর স্বেচ্ছা সেবক দলের সভাপতি মহাবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদ রফিকুল ইসরাম জনি, সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি প্রমুখ।
এতে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরও এই সরকার তাকে চিকিৎসা দিতে দিচ্ছেনা। তার সু চিকিৎসার জন্য আজ আমরা কেন্দ্রীয় ভাবে অনশন কর্মসূচী পালন করছি। খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে। এই স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে রাজপথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক