ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১
পটুয়াখালীর কলাপাড়া খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আলোচিত সেই নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানাকে অবশেষে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদেশ সূত্রে জানা যায়, এন আই অ্যাক্টের ৩৮ ধারার মামলায় অভিযুক্ত হয়ে নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা আদালত থেকে জামিন মুক্ত থাকার বিষয়টি কর্তৃপক্ষের কাছে গোপন রেখেছেন। এছাড়া বিভাগীয় তদন্তে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা তাকে বরখাস্তের সুপারিশ করায় বি.এস.আর পার্ট-১ এর বিধি ৭৩ এর নোট ১ ও ২ এবং জনপ্রশাসন মন্ত্রনালয়ের অফিস মেমোরান্ডাম ঊউ (জবম-ঠ১১) ঝ-১২৩/৭৮-১১৫ (৫০০) মতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক জীবন ধারন/খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
এর আগে দু’সন্তানের জননী মাসুমা আক্তার কলি কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য প্রত্যাহার হওয়া নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা’র বিরুদ্ধে ৭ আগষ্ট ২০২১ কলাপাড়া থানায় ৯৫ নম্বর জিডি করেন। যাতে নারী খাদ্য পরিদর্শক তার স্বামী ওএমএস ডিলার মামুন হাওলাদার’র সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে তার দু’সন্তান সহ তাকে জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগ করেন। এছাড়া
প্রতিকার চেয়ে খাদ্য অধিদপ্তরে তিনি লিখিত আবেদন করেন। পরবর্তীতে অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি এ বিষয়টি তদন্ত শুরু করে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক