পিরোজপুরে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২১

পিরোজপুরে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

পিরোজপুরের গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ মারা গেছেন। সোমবার (১৫ নভেম্বর) রাতে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আলহাজ্ব হাবিবুর রহমান মালেক বলেন, দুপুরে শুনেছিলাম শুভর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু হঠাৎ তার মৃত্যুর খবরে আমরা হতভম্ব। মরদেহ দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এলাকায় আসলে সিদ্ধান্ত হবে।

 

উল্লেখ্য, পিরোজপুরে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নৌকার পক্ষে প্রচারণাকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও জিএস এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ