বরিশালে বোনের মৃত্যুর এক ঘন্টা পর ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১

বরিশালে বোনের মৃত্যুর এক ঘন্টা পর ভাইয়ের মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

বরিশালের আগৈলঝাড়ায় একঘন্টার ব্যবধানে বোনের মৃত্যুর পরে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি ও দক্ষিণ শিহিপাশা গ্রামে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের রাহিমুন বিবি (৬৫) বার্ধক্যজনিত কারনে অসুস্থ অবস্থায় তার স্বামীর বাড়ি দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পরে একইদিন সন্ধ্যায় পূর্ব সুজনকাঠি গ্রামের রাহিমুন বিবির বড় ভাই আব্দুল খাদেম মোল্লা (৯০) বার্ধক্যজনিত কারনে অসুস্থ অবস্থায় তার নিজ বাড়িতে মারা যান ।

 

মৃত্যুকালে বড় ভাই আব্দুল খাদেম মোল্লা স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে এবং ছোট বোন রাহিমুন বিবি মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 

আব্দুল খাদেম মোল্লার ছেলে আগৈলঝাড়া বাজারের ব্যবসায়ী আজিজুল মোল্লা জানান, অনেকদিন যাবৎ আমার পিতা ও আমার ফুপু অসুস্থ অবস্থায় ছিল। শনিবার বিকেলে আমার ফুপু রাহিমুন বিবি প্রথমে মারা যায়। আমার ফুপুর মৃত্যুর একঘন্টা পরে আমার পিতা আব্দুল খাদেম মোল্লা মৃত্যুবরন করে।

 

রাহিমুন বিবির ছেলে মাহাবুব হোসেন জানান, আমার মা বিকেলে মৃত্যুবরন করে। শনিবার বাদ এশা আমার মায়ের জানাজা শেষে আমাদের দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়। রোববার সকাল আটটায় আব্দুল খাদেম মোল্লার জানাজা শেষে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ