ইন্দুরকানীতে সুপারি বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

পিরোজপুরে ইন্দুরকানীতে অপহরণের ৫ দিন পর এক শিশুর হাত পা বিচ্ছিন্ন করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে শ্বাসসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে।

 

শুক্রবার সকালে উপজেলার কালাইয়া গ্রামের নুরুল ইসলাম শিকদারের সুপারি বাগান থেকে হাত পা বিচ্ছিন্ন করা মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির গলায় দাগ রয়েছে।

 

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কালাইয়া গ্রামের শহিদুল মৃধার নাতনী লাভনী আকতার (৬) তার মা ছনিয়ার সাথে নানা বাড়ীতে থেকে পড়াশুনা করে। তার পিতা তার মাকে ডিফোর্স দেয়ার পর কোন খোজ খবর রাখে না। গত ৩১ অক্টোবর শিশুটি মাদ্রসা থেকে বাড়ীতে ফিরে প্রতেবেশী একই বয়সের দুটি শিশু আরাফাত ও রাব্বীর সাথে খেলতে গিয়ে গিয়ে ৩ জনই নিখোজ হয়ে যায়। পরে স্বজনেরা খোজাখুজি করে শিশু দুটি বিকেলে পেলেও অপর শিশু লাভনীর কোন সন্ধান মেলে নি। শিশুটির মা ছনিয়া বেগম ওই দিন রাতে পুলিশকে তার মেয়ে অপহরণ হয়েছে বলে জানান।এ বিষয় ইন্দুরকানী থানায় সাধারণ ডাইরী করা হয়। ৫ দিন পর শুক্রবার সকালে তার বিকৃত হাত পা বিচ্ছিন্ন করা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার সকাল ১০ টায় পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সহ পিবিআইর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছেন।

 

নিহত শিশুর মা ছনিয়া আকতার জানান, আমার মেয়েকে অপহরণ করে হত্যা করেছে, আমি খুনিদের গ্রেফতার সহ শাস্তি দাবী করছি।

 

পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হক জানান, শিশুটির মরাদেহ বিকৃত হয়ে গেছে তার গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে মনে হয় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে অনেকটা বুঝা যাবে। মামলার প্রস্তুতি চলছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ