মঠবাড়িয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় আধা কেজি গাঁজাসহ নাসির হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। রোববার সকালে উপজেলার সোনাখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাসির হোসেন উত্তর সোনাখালী গ্রামের আব্দুর রহমান মিয়ার ছেলে।

 

থানা সূত্রে জানা গেছে, চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বেচা-কেনা করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ অক্টোবর) সকালে পুলিশ ক্রেতা সেজে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসির হোসেন কে আধা কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

 

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, অভিনব পদ্ধতিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। রোববারই তাকে আদালতে সোপর্দ করা হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ