ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দীর্ঘ ১৮ মাস পর ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মুহসিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিত হতে হবে।
জানা গেছে, করোনা মহামারি সামলিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে। ন্যূনতম এক ডোজ ভ্যাকসিন গ্রহণকারী শিক্ষার্থীরা হলে উঠেছেন।
শিক্ষার্থীদের ভ্যাকসিন সংক্রান্ত নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, হলে ওঠার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে ক্লাস কার্যক্রমে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক