ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বানারীপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলামের নেতৃত্বে জাল টাকাসহ আন্তজেলা জাল নোট চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর ) রাতে বানারীপাড়া থানার চাখার কাঁচা বাজার হতে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন, উজিরপুর থানায় কমলাপুর গ্রামের মৃত আবতাব হাওলাদারের ছেলে সিদ্দিক হাওলাদার(৪৫)।
এসময় আসামী সিদ্দিক হাওলাদারের কাছ থেকে ১০০০ টাকার চারটি ও ৫০০ টাকার দুইটি জাল নোট উদ্ধার করা হয়।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী আন্তজেলা জালনোট প্রতারক চক্রের সদস্য। বিভিন্ন হাট-বাজারে কৌশলে জাল টাকা ভাঙিয়ে সে আসল টাকা সংগ্রহ করে। তিনি আরও বলেন, এ বিষয়ে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক