ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২১
বরিশালে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যায় মামলায় স্বামী কবির হোসেন মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এ সময় আরও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়।
রোববার দুপুরে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে সাজার এই রায় ঘোষণা করেন।
আসামি কবির হোসেন মাঝি হিজলা উপজেলার কাকুরিয়া এলাকার রতন মাঝির ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ঘটনার ৫ বছর আগে আসামির সঙ্গে লক্ষ্মীপুরের চর আবাবিল এলাকার আবুল বাশার ফকিরের মেয়ে আকলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়।
পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও মারধরের ঘটনা ঘটে। এরই সূত্র ধরে ২০১৮ সালের ১৪ জুলাই রাতে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে কবির হোসেন মাঝি।
এ ঘটনায় পরের দিন ১৫ জুলাই আকলিমা বেগমের ভাই ইব্রাহিম বাদী হয়ে হিজলা থানায় হত্যা মামলা করেন।
২০১৯ সালের ১৭ জুলাই হিজলা থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন তদন্তে সত্যতা পেয়ে আসামি কবিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষ ১৭ সাক্ষীর সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত আসামিকে ওই দণ্ডাদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম জাহাঙ্গীর জানান, রায় শেষে সাজা ভোগে আসামি কবিরকে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক