ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) মুক্তির দাবিতে বরিশাল সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করছেন গ্রাহকদের একাংশ।
আজ শুক্রবার (১ অক্টোবর ) সকালে বরিশাল বিভাগের ইভ্যালির গ্রাহক ও সেলারদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, তাঁরা চান, ইভ্যালির রাসেল-শামীমাকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। তাঁরা যদি জামিনে থেকে ব্যবসা করার সুযোগ পান, তাহলে গ্রাহকদের পাওনা টাকা পরিশোধ করবেন বলে তাঁদের বিশ্বাস।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা রাসেল ও শামীমার মুক্তি দাবি করেনমানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা রাসেল ও শামীমার মুক্তি দাবি করেন।
মানববন্ধনে অংশ নিয়ে ব্যাবসায়ী রুবেল মোল্লা বলেন, ‘আমি ইভ্যালির একজন গ্রাহক। আমি অনেক পণ্য ইভ্যালিতে অর্ডার করেছি। ইভ্যালি আমাদেরকে কিছু পন্য ডেলিভারি দিয়েছে কিন্তু কিছু পণ্য এখনো হাতে পাইনি। রাসেল ও শামীমা মুক্তি পেলে পণ্যগুলো আমরা হাতে পাব।
এ সময় তারা আরও বলেন, মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের ই- কমার্স প্রতিষ্ঠিত হওয়ার পথে অগ্রসর হবে এবং লক্ষ লক্ষ সেলার ও গ্রাহক সর্বশান্ত হওয়া থেকে রক্ষা পাবে ৷ সরকারের কাছে তাদের দাবি, রাসেল ও তার স্ত্রীকে যেন জামিনে মুক্তি দেওয়া হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক