ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল মাছঘাট থেকে ৩১ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়ারিকে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রে পুলিশের একটি টিম।
গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত দশটার দিকে তাদেরকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরও ৬ জুয়ারি।
আটককৃত ৬ জুয়ারি হলেন, একই উপজেলার বাপ্তা ভোটের ঘর এলাকার মো. হানিফের ছেলে মো. লিটন (৩১), রামদাসপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম (৩২), দক্ষিণ রাজাপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো. ইউছুফ (২৮), আঃরব মিয়ার ছেলে আমজাদ (৩০), জহির উদ্দিনের ছেলে মো. শিহাব (৩১) ও দাইয়া গ্রামের মুগবুল হোসেনের ছেলে মো. জাকির সর্দার।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে জোরখাল মাছঘাট এলাকায় একটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় জুয়ারিদের কাছ থেকে ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক