ঢাকা ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের এক সদস্যকে নারায়ণগঞ্জ থানার একটি চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ওই ইউপি সদস্যকে তার নিজ বাড়ি থেকে বাউফল থানা পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আকন উপজেলার নওমালা ইউপির ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও পশ্চিম বটকাজল গ্রামের আজাহার আলী আকনের ছেলে।
জানা গেছে, নারায়ণগঞ্জ মডেল থানায় ২০১৮ সালে ৯০ লাখ টাকার একটি চুরি মামলা হয়। ওই মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন এর নেতৃত্বে বাউফল থানা পুলিশের সহায়তায় শুক্রবার রাত আড়াইটার দিকে ইউপি সদস্য জাহাঙ্গীর আকনকে গ্রেফতার করা হয়।
বাউফল থানার ওসি মো. আল-মামুন বলেন, গ্রেফতারকৃত ইউপি সদস্য জাহাঙ্গীর আকনকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক