ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় রাজু হাওলাদার (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের বাসন্ডা ব্রিজের পূর্বপাশে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে তাঁর মৃত্যু হয়। সে ঝালকাঠির কিস্তাকাঠি আবাসন প্রকল্পের মৃত মোকলেস উদ্দিন হাওলাদারের ছেলে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে একই দিন দুপুরে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে প্রতাপ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরিফ (২২) নামের এক যুবক গুরুত্বর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আরিফ নলছিটি উপজেলাার ঢাপড় গ্রামের ফজলুল হকের ছেলে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক