ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোটভাইয়ের ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় বড়ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে ও জীবননাশের অব্যাহত হুমকি দিয়ে আসছে ছোটভাই।
এ ঘটনায় উপজেলার তুষখালী বাজারের ওই ব্যবসায়ী বড়ভাই বেলায়েত হোসেন বুধবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে ছোটভাই রেজাউল সিকদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় জিডি করেন।
তারা উপজেলার উপজেলার তুষখালী গ্রামে মৃত চাঁন মিয়া সিকদারের পুত্র।
জিডি সূত্রে জানা গেছে, বড়ভাই বেলায়েত হোসেনের অনার্স পড়ুয়া মেয়েকে (২০) ছোটভাই ওই বাজারের পল্লী চিকিৎসক রেজাউল সিকদার তার মাদ্রাসা পড়ুয়া ছেলে মেহেদী হাসানের (২৫) সঙ্গে সম্প্রতি বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বেলায়েত সিকদার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে ছোটভাইকে ফিরিয়ে দেন।
এতে ছোটভাই রেজাউল সিকদার ক্ষিপ্ত হয়ে বড়ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে জীবননাশের হুমকি দেন।
অভিযুক্ত রেজাউল সিকদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বড়ভাই তার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে এখন অস্বীকার করছেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক