ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১
কে তুমি !
তুমি কি শরতের আকাশ,
কৃষ্ণচূড়া, শিমুল কিংবা পলাশ !
তুমি কি রাঙাপ্রভাত নাকি মায়াবী সন্ধ্যা,
গোলাপ, জবা, জুঁই নাকি অলকানন্দা !
তুমি কি গহীন অরণ্য, পাহাড়ি ঝর্ণা
নীলকন্ঠ, পদ্ম নাকি রজনীগন্ধা !
তুমি গল্প – কবিতা নাকি ছন্দ
তুমি ঘাসফুল, ভাঁটফুল নাকি আকন্দ !
তুমি উত্তাল ঢেউ নাকি —
শান্ত নদী, পারাপারের খেয়া
তুমি কাঠগোলাপ, কদম, করবী নাকি কেয়া !
তুমি নীলজল- সীমান্ত, নাকি অতল সমুদ্দুর
তুমি দোলনচাঁপা, টিউলিপ না টগর !
তুমি কি কিশোরীর খেলার পুতুল
বেলি, হাসনাহেনা নাকি গন্ধ বকুল !
তুমি শীতসকালে সোনারোদ নাকি–
নির্জন – ক্লান্ত গ্রীষ্ণদুপুরে মলয়া বাতাস
তুমি মালতী, কুঞ্জলতা নাকি বাগানবিলাস !
তুমি চড়ুইয়ের কিঁচিমিঁচি বোল–
নাকি দোয়েল, কোকিলের কলতান – কূজন
তুমি কাশ, শিউলি, গন্ধরাজ না রঙ্গন !
তুমি কি বিরহ – বিষাদ আমার
ভাঙাচোরা সুখ, টুকরো আবেগের নাম
নাকি রক্তদ্রোণ, নাগালিঙ্গম !
তুমি কঠিন অন্ধকার নাকি চাঁদের জ্যোস্না
চন্দ্রমল্লিকা, নয়নতারা, ক্যামেলিয়া না জিনিয়া !
তুমি সূর্যমুখী, কলাবতী, পর্তুলিকা,
অপরাজিতা, মাধবীলতার বন
নাকি আমার অভিধান,
হৃদয়পুরের লিখিত সংবিধান !
লেখিকা :
নূরজাহান আক্তার মৌসুমী
বরিশাল বিশ্ববিদ্যালয়
বিষয়ঃ অর্থনীতি
সেশনঃ ২০১৬-১৭
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক