বানারীপাড়ায় শোকাবহ আগষ্ট স্মরণে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জলন

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২১

বানারীপাড়ায় শোকাবহ আগষ্ট স্মরণে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জলন
নিউজটি শেয়ার করুন

 

 

আগস্ট মাস বাঙালি জাতির জীবনে শোক ও বেদনার মাস। এ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয় এবং আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল।

 

মাসটিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগ।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বানারীপাড়া-উজিরপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলমের সার্বিক তত্ত্বাবধানে বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়।

 

এ সময় আওয়ামীলীগ, যুবলীগ স্বেচছাসেবক লীগ সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ