বরিশালে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

বরিশালে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : বরিশালের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত নাম পরিচয়ের এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে তারা।

 

পুলিশ জানায়, আজ সকালে বরিশাল নদী বন্দর সংলগ্ন কীর্তনখোলা নদীতে একটি লাশ বাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ নদী বন্দরে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

 

আনুমানিক ৫০ বছর বয়সের পুরুষ ওই ব্যক্তির ৪/৫ দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারনা করছে পুলিশ। এ কারনে লাশের শরীরে পঁচন ধরেছে। তার পরিচয় উদঘাটনে আশপাশের বিভিন্ন থানায় ওয়্যারলেস বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ