ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২১
বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় এক মাদকসেবী ও ২ ব্যবসায়ীকে গ্রেফতার করছে থানা পুলিশ।
১০ জুন রাত ৯টায় বানারীপাড়া পৌর শহরের ৯নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস’র সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ শামীম হোসেন (৩৫) ও মোঃ রাসেল (২৮) কে একশ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এর আগে ৭ জুন রাত ৮টা ২৫ মিনিটের সময় উপজেলার বিশারকান্দি ইউপি’র চৌমহনা বাজারের রাস্তার ওপর থেকে রিপন শেখকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বরিশালে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক