ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মে ২৮, ২০২১
চরফ্যাশনে ৪২ কেজি ওজনের জবাইকৃত হরিণ জব্দ করা হয়েছে । বৃহস্পতিবার (২৭ মে) রাতে দক্ষিন আইচা থানাধীন নজরুল নগর এলাকায় একটি নৌকায় তল্লাশি চালিয়ে এ হরিণ জব্দ করেন কোস্ট গার্ড দক্ষিণ জোন ।
সত্যতা নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মেহেদী হাসান ।
তিনি বলেন, কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কন্টিজেন্ট কমান্ডার চরমানিকা এম জমির হোসেন, (সিপিও) এর নেতৃত্বে চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা থানাধীন নজরুল নগর এলাকায় একটি নৌকায় তল্লাশি চালানো হয় ।
এসময় ৪২ কেজি ওজনের জবাইকৃত হরিণ জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায় বিধায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয় নাই। পরবর্তীতে জব্দকৃত হরিণটি চরফ্যাশন উপজেলার বনবিভাগের নিকত হস্তান্তর করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক