ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মে ২১, ২০২১
পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের হোসনাবাদ গ্রামে মো. হাসান (১২) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হাসান হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম মো. হারুন প্যাদা। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা হারুন (৩৫) ও মা মোসা. ডলি বেগম (৩০) পাগল প্রায়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেল বেলা জরুরী প্রয়োজনে উপজেলা সদরে যান হাসানের বাবা ও মা। ঘরে একাই ছিল হাসান।
বিকেল সোয়া পাঁচটার দিকে পোষাক ইস্ত্রী করাতে গিয়ে বিদ্যুতায়িত হয় হাসান। বিষয়টি বাড়ির লোকজনের নজরে আসে। তাঁরা অচেতন অবস্থায় হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন দায়িত্বে থাকা চিকিৎসক হাসানকে মৃত্যু ঘোষনা করেন।
দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই হাসানের মৃত্যু হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক