ভোলায় গা‌ছ কাটতে গি‌য়ে বিদ্যুৎস্পৃ‌ষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মে ২০, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

ভোলার চরফ্যাশনে গা‌ছে কাট‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃ‌ষ্ট হ‌য়ে অ‌জিউল্লাহ মা‌ঝি (৬০) না‌মে এক বৃদ্ধের মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (২০ মে ) দুপুরে উপ‌জেলার শশীভূষণ থানার হাজা‌রীগঞ্জ ইউ‌নিয়‌নের ৬নং ওয়া‌র্ডের চর ফ‌কিরা গ্রা‌মের এ ঘটনা ঘ‌টে‌ছে। মৃত অ‌জিউল্লাহ একই এলাকার হা‌নিফ মিয়ার ছে‌লে ও পেশায় একজন জেলে।

 

হাজারীগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ সে‌লিম হাওলাদার জানান, জেলে অ‌জিউল্লাহ নদী ও সাগ‌রে মাছ শিকার ক‌রে জী‌র্বিকা নির্বাহ করেন। দুপুরে অজিউল্লা বা‌ড়ির পা‌শের বাগা‌নের উচুঁ একটি রেইনট্রি গা‌ছে ডাল কাটার জন্য উঠেন। এসময় ওই গাছের ডা‌লের সাথে থাকা বিদ্যুতের তা‌রের সাথে বিদ্যুতায়িত হ‌য়ে ঘটনাস্থ‌লেই মারা যান।

 

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মোঃ র‌ফিকুল ইসলাম ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, কোন অভিযোগ না থাকায় অজিউল্লার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ