ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২১
পটুয়াখালীর মির্জাগঞ্জে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে এক নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে দন্ডবিধি ২৯০ ধারায় মামলা করে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলো-দেউলি আবাসনের মৃত.কাঞ্চন আলী সিকদারের ছেলে মোঃ কবির সিকদার(৪০),মোঃ আনোয়ার গাজীর ছেলে মোঃ জসিম গাজী (৩১),মোঃ সোবাহান সিকদারের ছেলে জিয়া সিকদার (৩৫), এবং চরখালী গ্রামের রশিদ মুসুল্লির মেয়ে রেখা (২৮)।
ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ মহিববুল্লাহ্ বলেন, ভোর রাতের দিকে ওই ৪ জনকে দেউলি আবাসনে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয়রা আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাদের আটক করে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক