সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মে ১৫, ২০২১

নিউজটি শেয়ার করুন

উজিরপুর  তরুণ ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা দরিদ্রদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিভিন্ন সময় অসহায়, দুর্গত মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয় সূর্য তরুণ ক্লাব।

এরই অংশ হিসেবে গত ১৩ ই মে বৃহস্পতিবার এবারে ইদুল ফিতর উপলক্ষে করোনা মহামারীর ফলে কর্মহীন হয়ে পরা দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল ,চিনি,সেমাই দুধ,সাবানসহ বিভিন্ন সামগ্রী শতাধিক পরিবারের মাঝে বিতরণ করেন।

এসময় অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধী ও ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজের ধনবান সবাইকে গরীব মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন সূর্য তরুণ ক্লাবের মহাপরিচালক জনাব শামীম আহমেদ, উপ-মহাপরিচালক জনাব মনিরুজ্জামান মনির। ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনগুলোতে গরীব মানুষের পাশে থাকার অঙ্গিকার করেছেন ক্লাবের সভাপতি চানমিয়া মল্লিক, সাধারণ সম্পাদক জুয়েল মল্লিক


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ